ঝিনাইদহে দুর্নীতির বিরুদ্ধে একসাথে সংবাদ মাধ্যম ও সনাকের সমন্বয় সভা



ঝিনাইদহ চিত্রা নিউজঃ
ঝিনাইদহে দুর্নীতির বিরুদ্ধে একসাথে সংবাদ মাধ্যম ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের সনাক কার্যালয়ে এ আয়োজন করা হয়। ঝিনাইদহ সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহ-সভাপতি সুরাইয়া পারভীন মলি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সদস্য এন এম শাহজালাল, সহ-সভাপতি সায়েদুল আলম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সনাকের সদস্য এম সাইফুল মাবুদ, প্রেসক্লাবের সাধারণ সস্পাদক নিজাম জোয়ার্দ্দার বাবলু, (সনাক) এর এরিয়া ম্যানেজার বখতিয়ার হোসেনসহ সাংবাদিকবৃন্দ। সে সময় বক্তারা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝিনাইদহে স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী চাহিদা ও জনসচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্য, শিক্ষা ও স্থানীয় সরকার পর্যায়ে সেবার মানোন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে বলে জানান। তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে উচ্চকণ্ঠ ও দেশপ্রেমে উজ্জীবিত করার পাশাপাশি সাধারণ মানুষের তথ্য অধিকার নিয়েও টিআইবি এবং সনাক সক্রিয় রয়েছে। দেশেরে দুর্ণীতি বিরোধী সামাজিক আন্দোলনের অগ্রজাত্রায় সংবাদ মাধ্যম আরো বেশী অতন্ত দৃঢ় ও শক্তিশালী ভূমিকা রাখবে বলে সমন্বয় সভায় আলোচনা করা হয়।


No comments

Powered by Blogger.