কালীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত


কালীগঞ্জ (ঝিনাইদহ) চিত্রা নিউজ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, নাছির উদ্দীন, একরামূল হক সংগ্রাম, রাজু আহম্মেদ রনি লস্কার, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন খন্দকার প্রমুখ।

সভায় বাজারের মধ্যে ভারী যানবাহন চলাচল বন্ধ, রাস্তার উপর গাড়ী পার্কিং, কাঠের গুড়ি, বালি রাখা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে বালি হাটার স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া গাইড বই বিক্রি বন্ধ ও যেসকল শিক্ষা প্রতিষ্ঠান গাইড বই বানিজ্যের উদ্দেশ্যে ছাত্র ছাত্রীদের তা ক্রয় করতে বাধ্য করছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে তাদের এমপিও বন্ধ করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।

No comments

Powered by Blogger.