নিরাপদ সড়কের দাবিতে কালীগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি:ঢাকার কুর্মিটোলায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানবন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে শহরের মেইন বাসস্ট্যান্ডে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। এ সময় তারা আন্দোলনরত শিক্ষার্থীর উপর পুলিশের হামলার নিন্দা ও নৌমন্ত্রীর হাসির কঠোর সমালোচনা করে বিভিন্ন ফেস্টুন ঝুলিয়ে প্রতিবাদ জানায়। সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হওয়া ঘন্টা ব্যাপী মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের শ্লোগান দেয়।
No comments