কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় অধ্যক্ষসহ ২জন আহত

 স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শাহী আলম নামে এক অধ্যক্ষ গুরুত্বর আহত হয়েছে। এসময় মোটরসাইকেল চালক আহত হন। শুক্রবার সন্ধায় কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের ১০ তলার সামনে এই দূর্ঘটনা ঘটে। শাহী আলম শহরে মধুগঞ্জ এলাকার মৃত আমির আলীর ছেলে  ও কালীগঞ্জ শিশু একাডেমি স্কুলের অধ্যক্ষ হিসাবে দায়িত্বে আছেন। তবে মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদকর্মী মিশন আলী জানান, শুক্রবার সন্ধায় অধ্যক্ষ শাহী আলম মধুগঞ্জ বাজারের ১০ তলার সামনে থেকে রাস্তা পার হচ্ছিল। ওই সময় একটি মোটরসাইকেল বাজারের দিকে যাওয়ার সময় ধাক্কা লাগে। এসময় উভয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অধ্যক্ষ শাহী আলমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শষ্য হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা রিফার্ড করা হয়। 


No comments

Powered by Blogger.