পত্রিকায় সংবাদ প্রকাশের জের কালীগঞ্জের সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের কাদিরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুনের বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার (৮ই নভেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ হাসান উপজেলা সহকারি শিক্ষা অফিসার জেসমিন আরাকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। আগামী ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ হাসানের কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত ৫ নভেম্বর কাদিরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুনের বিরুদ্ধে দুর্নীতি ও শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন কাজ করানোর অভিযোগ নিয়ে “কালীগঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে কাজ করানো ও বেঞ্চ বিক্রয়ের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে” শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হাসানের নজরে এলে তিনি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ হাসান বলেন, কাদিরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুনের বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন কাজ করানোসহ সরকারি বেঞ্চ বিক্রি ও স্কুলের দূর্নীতি বিষয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আমার দৃষ্টি গোচর হয়। বিষয়টি জানার পর আমি তদন্ত কমিটি গঠন করে, কমিটিকে আগামি ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছি।

No comments

Powered by Blogger.