কোটচাঁদপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ
মাদক নয় মৃত্যু নয়,ম্দক মৃত্যু জীবন চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ,ক্ষতিকর মাদক মির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সেমিনার।
মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে মাদকবিরোধীর এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল সালাহ উদ্দিন মিয়াজী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে, এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি,ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মডেল থানার তদন্ত ওসি জগন্নাথ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
No comments