কালীগঞ্জে কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত
রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ৫টার দিকে কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা কৃষকদলের আহবায়ক মোকসুদুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ফজলে ইলাহি শিমুল,নাজমুল হোসাইন মিলন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু , উপজেলা বিএনপির সাবেক সদস্য সাবেক ছাত্রনেতা লুৎফর রহমান লেন্টু পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোশাররফ হোসেন, ওহেদ আলী লস্কর, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক বশির উদ্দিন এছাড়াও কৃষক দলের ১১টি ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব রবিউল ইসলাম।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, খুব দ্রুতই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হবে। প্রত্যেক পাড়া-মহল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা পৌছে দিতে হবে। তিনি নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এবং বিএনপি থেকে মানুষ মুখ ঘুরিয়ে নেয় এমন কোন কার্যকলাপে জড়িত হওয়া যাবে না। তিনি আরোও বলেন, এই কৃষকদল কালীগঞ্জে একটি সংগঠিত দল।আপনাদের কর্মকাণ্ড যেন মানুষের কল্যাণে হয় সেদিকে লক্ষ রাখবেন।আগামী সংসদ নির্বাচনে আপনাদেরকেই অগ্রনী ভুমিকা রাখতে হবে।

No comments