গরীব মেধাবী শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দিল কালীগঞ্জ উপজেলা পরিষদ





ঝিনাইদহ প্রতিনিধি॥
মাধ্যমিক পর্যায়ে যে সব মেধাবী মেয়েরা দুর-দুরান্ত থেকে পায়ে হেঁটে স্কুলে যায়। যাদের পরিবারের সামর্থ নেই বাই সাইকেল কেনার। সে সকল মেয়েদের তালিকা করে বাইসাইকেলের ব্যবস্থা করেছে ঝিনাইদহ কালীগঞ্জের উপজেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা মহিলা ফোরামের উদ্যোগে সকল গরীব মেধাবী শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলগুলো তুলে দেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়।
সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। 


কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে
মানববন্ধন অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি॥
আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ঝিনাইদহ- আসনের জাতীয় সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু বিল্লাহ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার শরিফা আখতার, পৌর কাউন্সিলর মার্জেদ আলী, রেজাউল করীম রেজা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


কালীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে
র‌্যালী আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি
সোনালী আঁশের সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পাট দিবস-২০১৮ উপলক্ষে পাট র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাট অধিদপ্তর উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
উপলক্ষে ঝিনাইদহ- আসনের জাতীয় সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারের নেতৃত্বে শহরে এক ্যালী বের হয়। র‌্যালীতে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম,  পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু বিল্লাহ হোসেনহর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক মিঠু শিকদারের মৃত্যুতে
বিভিন্ন মহলের শোক সমবেদনা

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জের সিনিয়র সাংবাদিক দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার মিঠু শিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতার হচ্ছেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোস্তফা আলমগীর রতন, কালীগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক গাজী আব্দুর রাজ্জাক, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই, কোষাধ্যক্ষ কালাচান বিশ্বাস, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম, রংতুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি আযম বিশ্বাস প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অশুভ শক্তির রক্ত চক্ষু ভয়নীতিকে উপেক্ষা করে তিনি কাজ করে গেছেন। দেশবাসী একজন কৃতি সাংবাদিককে হারালো। ঝিনাইদহ জেলার সন্তান হিসেবে কালিগঞ্জবাসীসহ দক্ষিণাঞ্চল সমগ্র দেশ তাকে মনে রাখবে। সাংবাদিকতায় তার অবদান আমরা কখনোই ভুলবো না।

জাতীয় পাট দিবস উপলক্ষে
ঝিনাইদহে র‌্যালী আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি॥
সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন পাট অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জিএম আব্দুর রউফ প্রমুখ বক্তব্য রাখেন।



জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে
ঝিনাইদহে র‌্যালী আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি॥
মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা শ্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আক্তারুজ্জামান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমিনুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার মুশতাক আহমেদসহ শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষা দানের জন্য শিক্ষকসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।



ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি মার্চ আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে কর্মসূচী পালন করা হয়।
এসময় ব্যানার ফেস্টুন নিয়ে নারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সকাল ১০ টা থেকে শুরু হয়ে ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান খালেদা খানমসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তারা, নারীর অধিকার আদায়ে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।





No comments

Powered by Blogger.