কালীগঞ্জের শহীদ নূর আলী ডিগ্রি কলেজের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠিত



ঝিনাইদহ প্রতিনিধিঃ


ঝিনাইদহের কালীগঞ্জের শহীদ নূর আলী ডিগ্রি কলেজের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে শেষ হয়। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার র‌্যালিতে অংশ নেন।

শহীদ নূর আলী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এন এস এম শওকত আলী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, মোবারকগঞ্জ চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী শিকদার, উপজেলা সহকারী (ভূমি) অফিসার যাদব সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাহবুবুর রহমান, শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, কলেজ সদস্য সাজেদুর রহমান জর্দ্দার ফেটু, আকবার আলী, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা, মফিজুর রহমান মন্টু, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা কলেজটির শিক্ষা ব্যবস্থার আরো অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

No comments

Powered by Blogger.