মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


 মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ,দেশের অন্যান্য স্থানের মত যথাযোগ্য মর্যাদায় মহেশপুরেও দিবসটি পালিত হয়েছে।
সকাল ৮টায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু করে। মহেশপুর হাই স্কুল মাঠে শহীদ মিনারে প্রথমেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পন করেন স্থানীয় এপি মোঃ নবী নেওয়াজ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম ও মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়াদুল হক। পরে বিভিন্ন রজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পন করা হয়।মহেশপুর হাই স্কুল মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের কুচকাওয়াচ ও সালাম গ্রহন করেন এমপি নবী নেওয়াজ ও অতিথিবৃন্দ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ শোযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।


এদিকে ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালযে সকালে ছাত্রীদের নিয়ে এক খেলার উদ্বোধন করেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি মানবাধিকার কর্মী আব্দুর রহমান। গতবারের তুলনায় এ বছর যাকজমকপূর্ণভাবে উপজেলার সর্বোত্র স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

No comments

Powered by Blogger.