ঝিনাইদহে আসন্ন এইসএসসি ও আলিম পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধ এবং নকলমুক্ত পরীক্ষা গ্রহনে করনীয় শীর্ষক কর্মশালা




ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে আসন্ন এইচএসসি ও আলিম পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধ এবং নকলমুক্ত পরীক্ষা গ্রহনে করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৮ মার্চ) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বাকাহীদ হোসেন সহ সরকারী কর্মকর্তা, বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কেন্দ্র সচীবরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ আসন্ন এইসএসসি ও আলিম পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধ এবং নকলমুক্ত পরীক্ষা গ্রহনে করনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি প্রশ্নপত্র প্যাকেজিং, কেন্দ্রে সরবরাহের বিষয়েও নির্দেশনা প্রদান করা হয়।
এবারের এইচ এস সি, আলিম, ভোকেশনাল পর্যায়ে ৪০ টি কেন্দ্রের মাধ্যমে জেলায় ২১ হাজার ৭ শ ৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে।

No comments

Powered by Blogger.