পেঁয়াজের রসে হবে চুল মজবুত


চুল ঝরেই যাচ্ছে সপ্তাহে কয়েকবার পেঁয়াজের রস লাগান চুলের গোড়ায় ফল পাবেন একেবারে হাতেনাতে !

পেঁয়াজের রসে রয়েছে সালফার ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ায়। ফলে চুল হয় মজবুত ও ঝলমলে। মাথার ত্বকে থাকা জীবাণু ধ্বংস করে খুশকি থেকে দূরে রাখে পেঁয়াজের রস এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে এটি ।

* ১টি পেঁয়াজের রস সংগ্রহ করে আঙুলের সাহায্যে চুলের গোড়ায় ম্যাসাজ করুন ।

* ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন ।

* পেঁয়াজের দুর্গন্ধ দূর করতে কয়েক ফোঁটা সুগন্ধি তেল মিশিয়ে নিতে পারেন ।

* পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে লাগাতে পারেন চুলে। উপকার পাবেন ।

* পেঁয়াজের রস ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করলে দূর হবে চুলের রুক্ষতা।

* পেঁয়াজের রস ব্যবহারের আগে অবশ্যই ছেঁকে নেবেন। না হলে চুলে আটকে থাকবে ।

No comments

Powered by Blogger.