ঝিনাইদহের কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত



বিশেষ প্রতিনিধি :  চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের উদ্যোগে আজ শনিবার বেলা ১১ টা ৩০ মিঃবিদ্যালয়ে খ গ্রুপে “নোট বই গাইট বই শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করে”, ক গ্রুপে “নৈতিকতাই শিক্ষার প্রধান উদ্দেশ্য”বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক গ্রুপে “নোট বই গাইট বই শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করে”বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অংশগ্রহণ করে দলনেতা হাসিবুল ২য় বক্তা সাজ্জাদ হোসেন ৩য় বক্তা সহেল রানা বিপক্ষ দলে অংশ নেয় দলনেতা অনুশ্রী বিশ্বস, ২য় বক্তা কনা খাতুন , ৩য় বক্তা অথৈই, কগ্রুপে বিজয়ী হয় পক্ষ দল। শেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সহেলরানা। , খ গ্রুপে “নৈতিকতাই শিক্ষার প্রধান উদ্দেশ্য”বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতয় পক্ষে অংশ গ্রহণ করে দলনেতা রাজু আহম্মেদ ২য় বক্তা কামরুল ইসলাম ৩য় বক্তা সোহেল হোসেন বিপক্ষ দলে অংশ নেয় দলনেতা আবির সুলতানা,২য় বক্তা জামিলা খাতুন ৩য়


বক্তা খাদিজা খাতুন বিজয়ী হয় পক্ষ দল , শেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সজ্জাত হোসেন।

No comments

Powered by Blogger.