কালীগঞ্জের শতাধিক কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ


মানিক ঘোষ, কালীগঞ্জ, ঝিনাইদহ : 
ঝিনাইদহের কালীগঞ্জের মহেশ্বরচাঁদা গ্রামে বাড়ীর আঙিনায় অর্গানিক পদ্ধতিতে সবজি চাষের জন্য শতাধিক কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে । রোববার সকালে উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামে কেঁচো সার ও জৈব বালাই নাশক উৎপাদন উদ্যোক্তা মর্জিনা বেগম ও বিশিষ্ট বীজ ব্যবসায় জাফর বীজ ভান্ডারের অর্থায়নের এবং কার্ড মহিলা সমিতির সহযোগীতায় মহেশ্বরচাঁদা, বলরামপুর, নরেন্দ্রপুর ও দাপনা গ্রামের বাড়ীর আঙিনায় অর্গানিক পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষের জন্য শতাধিক কৃষাণীদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে কার্ড মহিলা সমিতির নেত্রী বীজ বিতরণের উদ্যোক্তা মর্জিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জি.এম আব্দুর রউফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম । বক্তরা বলেন- ভিটামিন, আমিষ ও খনিজ পদার্থ পর্যাপ্ত পরিমান পেতে হলে টাটকা শাক-সবজি খেতে হবে। আর টাটকা শাক সবজি পেতে হলে বাড়ীর আঙিনায় বিষমুক্ত সবজি উৎপাদন করতে হবে। তিনি আয়োজনকারী মর্জিনা বেগম ও জাফর বীজ ভান্ডারের পরিচালককে ধন্যবাদ জানান। কার্ড মহিলা সমিতির নেত্রী বীজ বিতরণের উদ্যোক্তা মর্জিনা বেগম তার স্বাগতিক বক্তব্যে প্রথমে জাফর বীজ ভান্ডারের পরিচালকদের অভিনন্দন জানিয়ে বলেন- আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ন । এখন দরকার নিরাপদ খাদ্য উৎপাদন। এই নিরাপদ খাদ্য উৎপাদন করতে হলে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে উন্নতমানের কেঁচো সার ও জৈব বালাইনাশক ব্যবহার করা দরকার ।


No comments

Powered by Blogger.