কালীগঞ্জে অধিকাংশ নলকূপ অকেজো, খাবার পানির তীব্র সংকট

মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: চলতি গ্রীষ্ম মৌসুমে একটানা প্রচণ্ড খরার কারণে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার অধিকাংশ নলকূপে পানি উঠছে না। প্রচণ্ড তাপদাহের কারণে পানির লিয়ার নিচেই নেমে গেছে।যে কারনে টিউবয়েল থেকেপানি উঠছেনা। নলকূপে পানি না ওঠায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে ঝিনাইদহ জেলায় বৃষ্টি না হওয়ায় বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পাওয়ার কারণে গরমজনিত রোগ ডায়রিয়া, আমাশয়, জ্বর-সর্দি, কাশি, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন শ্রেণি ও বয়সের মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে। খেটে খাওয়া মানুষ সামান্য স্বস্তি পাওয়ার আশায় ছুটে যাচ্ছে বিভিন্ন গাছের নিচে। গ্রামের অনেকে গাছের নিচে পাটি বিছিয়ে ঘুমাতেও দেখা গেছে। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.সুলতান জানান, মানুষের শরীর থেকে ঘামের মাধ্যমে পানি বের হয়ে যাচ্ছে। আবার অনেকের শরীরে ঘাম শুকিয়ে যাচ্ছে। যার ফলে শিশুসহ বৃদ্ধরাও আক্রান্ত হচ্ছে ডায়রিয়া ও ঠাণ্ডা জ্বরে। প্রচণ্ড তাপের কারণে মানুষের শরীরের লবণ ঘামের সঙ্গে বের হয়ে শরীর দুর্বল করে দিচ্ছে সেই সঙ্গে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে ।

No comments

Powered by Blogger.