অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার নরসিংদীতে






চিত্রা নিউজ নরসিংদী : নরসিংদীর পুরানপাড়ার রেললাইন এর পাশ থেকে এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছেনরসিংদী মডেল থানা পুলিশ। আজ রবিবার সকালে পুরানপাড়া রেল লাইনের পাশ থেকে তরুণীর লাশটি গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের দেয়া সূত্রে জানাযায়, সকালে রেল লাইন দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তরুণীর লাশটি দেখতে পায়। তখন তারা পুলিশকে খবর দেয়। নরসিংদী মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।

নরসিংদী মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) মোজাফফর হোসেন বলেন, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মৃত্যু নিশ্চিত ভেবে রেল লাইনের পাশে ফেলে রেখে চলে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার পরিচয় এখনওনিশ্চিত করা যায়নি।

No comments

Powered by Blogger.