কোলা ইউনিয়ন পরিষদে বিনামূল্যে ১২’শ রোগীর চক্ষু চিকিৎসা সেবা প্রদান

মানিক ঘোষ কালীগঞ্জ (ঝিনাইদহ) থেকে ॥
ঝিনাইদহ কালীগঞ্জের ৩ নং কোলা ইউনিয়ন পরিষদ ভবনে পরিষদের আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ইউনিয়নের মোট ১৮৩ জন নারী-পুরুষের মাঝে বয়স্কো, বিধবা, প্রতিবন্ধিসহ মাতৃত্বকালীন ভাতার কার্ড বিতরন করা হয়েছে। এছাড়াও উপস্থিত জনগনের সামনে বিগত ৪ বছরের ঝিনাইদহ-৪ এলাকার সকল উন্নয়নের সচিত্র প্রতিবেদন প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। প্রধান অতিথি হিসাবে মঙ্গলবার সকালে এ সকল কর্মকান্ডের শুভ উদ্বোধন ঘোষনা করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।
এ উপলক্ষে কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইউব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল,কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফ হোসেন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা,যুবলীগ নেতা শিবলী নোমানী, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ,ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর,আলী হোসেন অপু, সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম, স্থানীয় আ’লীগ নেতা সাগর বিশ্বাস, নজরুল বিশ্বাস, নোয়াব আলী, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন শিমুল, রাকিব হোসেন প্রমূখ।
নেত্রীবৃন্দ উপস্থিত ইউনিয়নবাসীর সামনে বর্তমান আ’লীগ সরকারের যাবতীয় সফলতা ও ঝিনাইদহ- ৪ নির্বাচনী এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচনে নৌকা প্রতিকের ভোট প্রার্থনা করেন।
উল্লেখ্য বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের দক্ষ চিকিৎসকদের ব্যবস্থাপনায় প্রায় ১২ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। সংশ্লিষ্ঠ চক্ষু শিবিরের চিকিৎসক সঞ্জয় কুমার সরকার জানান, এদের মধ্যে বিকালে মোট ১৫০ শতাধিক চক্ষু রোগীদেরকে চোখের ফ্রি ছানি অপারেশনের জন্য বাসে ভরে তাদের হাসপাতালে নেয়া হয়েছে। চোখের ফ্রি অপারেশন করে বাসে ভরেই আবার রোগীদেরকে রেখে যাওয়া হবে। আর অন্য রোগীদের চোখ পরীক্ষা নিরীক্ষা করে স্থানীয় ক্যাম্প থেকেই ঔষধ দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

No comments

Powered by Blogger.