ঝিনাইদহের শৈলকুপায় ১ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর গ্রাম থেকে ১ হাজার পিচ ইয়াবাসহ আবু তালেব নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার রাতে শৈলকুপা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু তালেব ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শৈলকুপা গ্রামের মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি শামসুজ্জোহার নেতৃত্বে এস আই মখলেছুর রহমান ও এস আই আবুল কাশেম সেখানে অভিয়ান চালিয়ে আবু তালেবকে আটক করে। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।
No comments