ঝিনাইদহে আয়ুবের্দিক ঔষধের উৎপাদন ও মোড়কীকরণ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আয়ুবের্দিক ঔষধের উৎপাদন ও মোড়কীকরণ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী শহরের ফুডসাফারি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্সট বিজনেস প্রমোশন কাউন্সিল এর সহযোগিতায় বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এ কর্মশালার আয়োজন করে। সংগঠনটির সভাপতি ডা: সেলিম মোহাম্মদ শাহ্জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ঔষধ তত্বাবধায়ক নাজমুল হাসান। সমন্বিত ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম সোম, মাগুরা প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজে অধ্যক্ষ তপন কুমার বসু, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এ বি এম মনিরুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন খুলনা বিভাগীয় প্রধান আকরাম হোসেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৭৫ জন আয়ুর্বেদিক চিকিৎসক অংশ নেয়। বিকেলে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.