কালীগঞ্জে হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্টিত


কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি 
কালীগঞ্জ হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার বরেছেন, হাসপাতালে কর্মরত ডাক্তার সহ সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতার সাথে সাধারন মানুষকে সেবা দিতে হবে। তিনি হাসপাতালে আগত রোগীদের সুচিকিৎসা পেতে সকল সমস্যা নিরসনে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতাল কনফারেন্স রুমে হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির এক মাসিক সভাতে তিনি একথা বলেন।
হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি এমপি আনারের সভাপতিত্বে অনুষ্টিত সভাতে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, থানা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হোসাইন শাফায়াত, পৌর কাউন্সিলর তোরাব আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, এনজিও প্রতিনিধি শিবলী নোমানী, শিবুপদ বিশ^াস ও মোচিক সমবায় সমিতির পরিচালক গোলাম রসুল প্রমুখ। সভার শুরুতেই কমিটির সদস্য সচিব হুসাইন শাফায়াত হাসপাতালের ব্যাবস্থাপনায় ডেপুটেশনে বাইরে ডাক্তার থাকায় সংকট, এক্সরে ও জেনারেটর নষ্ট সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এরপর আলোচনাতে উপস্থিত সদস্যগন বলেন, হাসপাতালের শৃংখলা ফিরিয়ে আনতে সকলকে নিয়মের মধ্যে আসতে হবে। এবং সিদ্ধান্ত হয় যে ,ডেপুটেশনে যাওয়া ডাক্তারদের ফিরিয়ে আনার জন্য রেজুলেশন করে তার কপি ডিজি ও জেলা প্রশাসককে অবহিত করতে হবে। এছাড়া নষ্ট সকল যন্ত্রপাতি মেরামতে হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত কার্ষকরী পদক্ষেপ গ্রহন সহ যাবতীয় নানাবিধ সমস্যা দুরীকরনে স্থানীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করা হয়। সভাতে হাসপাতালের কর্মরত কর্মকতাদের মধ্যে শহিদুল ইসলাম, মাইনুর রহমান ও আঃ হালিম সহ অন্নান্য ডাক্তারগন উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.