ঝিনাইদহে ফুরসন্দি ইউনিয়নে ১কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ ও রাস্তা উদ্বোধন করলেন এম পি আনার


মানিক ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ ফুরসন্দি ইউনিয়নে ২কোটি ৪৫লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ ও রাস্তা উদ্বোধন হয়েছে।গতকাল বিকালে ফুরসন্দি ইউনিয়নে টিকারী বাজার সানঞ্চায় নদীর উপর ৮০ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজের শুভ উদ্বোধন হয়েছে।এর আগে সকালে ফুরসন্দি ইউনিয়নে সকাল ১১টার সময় ফুরসন্দি ইউনিয়নে বামোনাইল ভায়া মিয়াকুন্ড ২কিলোমিটার রাস্তার ৬৫লক্ষ টাকা ব্যয়ে উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এই উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার ১৩নং ফুরসন্দি ইউনিয়ন টিকারী বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় টিকারী বাজার সানঞ্চায় নদীর উপর ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে ফুরসন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল আলম সিকদারের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার,জেলা পরিষদের সদস্য অলিম্পিক হোসেন,১৪ নং ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন , ফুরসন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদ সিকদার,কালীগঞ্জ উপজেলা যুবলীগের অন্যতম নেতা শিবলী নোমানী, কালীগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা,নারিকেলবাড়ীয়া ক্যাম্পের আইসি বদিউর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান রাজা,সাধারন সম্পাদক মহিদুল ইসলাম,যুবলীগনেতা অনিমেষ বিশ্বাস,ঘোড়শাল ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক রনজিৎ কুমার বিশ্বাস।
এম পি আনোয়ারুল আজীম আনার বক্তব্যে বলেন ফুরসন্দি ইউনিয়নে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে রাস্তা, মসজিদ, মন্দির,বিদুৎ, স্কুল কলেজ,মাদ্রাসা,গোরস্থান শ্বশান, প্রতিষ্ঠান ব্যাপক হারে উন্নয়ন করেছে।

No comments

Powered by Blogger.