মহেশপুরে গৃহ বধূকে প্রেমের ফাঁদে ফেলে লক্ষাধি টাকা সহ এক এনজিও কর্মী উধাও

মোঃ রাশেদ সরোয়ার,মহেশপুর ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর থানার ফতেপুর গ্রামে গৃহ বধূকে প্রেমের ফাঁদে ফেলে লক্ষাধিক টাকা সহ এক এনজিও কর্মী উধাও হয়ে গেছে।

এলাকবাাসী ও পারিবারিক সূত্রে প্রকাশ, গত ১৯শে মে মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে মহেশপুরে শক্তি ফাউন্ডেশনের সাবেক মানেজার পলাশ চন্দ্র পাল ফতেপুর গ্রামের এক সন্তানের জননী বাবলুর মেয়ে সহ লক্ষাধিক টাকা নিয়ে ৩ দিন ধরে নিখোঁজ। ভিকটিমের মা সুফিয়া খাতুন জানায়, তার মেয়ে শক্তি ফাউন্ডেশন মহেশপুর শাখার ফতেপুর গ্রামের সমিতির একজন সদস্য। ঋণ দেয়া-নেওয়ার কারণে উক্ত ম্যানেজার তার মেয়ের সাথে মোবাইলে যোগাযোগ রাখত। গত কয়েকদিন আগে তার মেয়ে ৩টি সংস্থা থেকে প্রায় ১লক্ষ টাকা ঋণ উত্তোলন করে। সে বৃহস্পতিবার সকালে শক্তি ফাউন্ডেশনের অফিসে যাওয়ার নাম করে বাড়ী থেকে বের হয়। কিন্তু আর বাড়ী ফেরেনি। পরবর্তীতে তারা খোজ-খবর নিয়ে জানতে পারে উক্ত পালাশ তাকে ফুঁসলিয়ে নিয়ে চলে গেছে। পরবর্তীতে তারা শক্তি ফাউন্ডেশনে যোগাযোগ করলে মহেশপুর শাখার ম্যানেজার জানায়, গত এক মাস আগেই আর্থিক দূর্ণীতির কারনে তাকে সাসপেন্ড করা হয়েছে। মেয়ের পিতা বাবলু জানায়, মোবাইলে কয়েক দফা মেয়ের সাথে কথা হওয়ার পর আর সংযোগ পাওয়া যাচ্ছে না। মেয়ে তাকে মোবাইলে জানিয়েছে একটি ঘরের মধ্যে আটকে রেখে তার উপর অমানুষিক নির্যাতন করা হচ্ছে। এ বিষয়ে পরিবারটি সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

No comments

Powered by Blogger.