দারিদ্রকে হার মানিয়ে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে সাজিদ



সাজিদ জানায়, সে টাকার অভাবে প্রাইভেট পড়তে পারেনি। স্কুলের শিক্ষকরা তাকে বিনা টাকায় পড়িয়েছে। সে প্রতিদিন ৯/১০ ঘন্টা করে লেখাপড়া করেছে। রাত্রে তার মা জেগে থেকে ১২-১টা পর্যন্ত পড়াশুনা করার জন্য সহযোগিতা করেছে। তার এখন স্বপ্ন কম্পিউটার সায়িন্সে লেখাপড়া করে একজন প্রকৌশলী হওয়া, কিন্তু বড় বাধা আর্থিক সমস্যা। তুবুও সে এগিয়ে যেতে চায় এজন্য সে সকলের দোয়া প্রার্থী ।

মোঃ রাশেদ সরোয়ার, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরের সাজিদ দারিদ্রকে হার মানিয়ে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে সে এ বছর পরীক্ষা দিয়েছিল। সাজিদ ভবিষ্যতে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। মহেশপুর উপজেলার নওদা গ্রামের রফি উদ্দিন ও শাহানাজ পারভীনের একমাত্র ছেলে সাজিদ। তার পিতা একজন দিনমজুর। মহেশপুর শহরে একটি সিটি গোল্ড কারখানায় দৈনিক মজুরীতে কাজ করেন। মা শাহানাজ পারভীন একজন গৃহিনী। তারা ২ বোন ও ১ ভাই। কোন জায়গা জমি নেই। মাত্র ৮শতক ভিটে জমিতে বসবাস করে। বোন ২টি এইচএসসি পাশ করার পর বিয়ে হয়ে যায়।

No comments

Powered by Blogger.