আসন্ন বাজেটে তামাকজাত পণ্যের কর বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি:
আসন্ন বাজেটে তামাকজাত পণ্যের কর বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে এইড ও পদ্মা সমাজ কল্যাণ সংস্থা নামে দুটি বেসরকারি সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন এইডের সহকারী পরিচালক দোয়া বখস, এড. তন্ময় কুন্ডু, এইডের কর্মসূচি পরিচালক আশাবুল হক, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, ডাস এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, ইয়ুথ ফোরামের সমন্বয়কারী মেহেদি হাসান, তাবিনাজ সদস্য সুরাইয়া পারভীন শিল্পী প্রমুখ।
এসময় বক্তারা, তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রন করতে আসন্ন বাজেটে তামাকজাত পণ্যের কর বৃদ্ধির দাবী জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।



No comments

Powered by Blogger.