ঝিনাইদহের সুরাট ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরে ৬৫ লাখ ৪ হাজার ৫৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোন করারোপ ছাড়াই এ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মক্ত বাজেট ঘোষনা করা হয়।
সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবীর হোসেন জোয়ার্দ্দার কেবি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব লুৎফা খাতুন। বক্তব্য রাখেন, ইউপি সদস্য নাজমিন নাহার, বীনা খাতুন, সাইরা খাতুন, মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল আজিজ, তাইজুল ইসলাম, খান মোকাদ্দেস, জিন্নাত আলী, আলী কদর, আবু বকর, উদ্যোক্তা বিক্রম কুমার বিশ্বাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ১৯ লাখ ৫৫ হাজার ২’শ ৫৮ টাকা এবং উন্নয়ন ৪৫ লাখ ৪৮ হাজার ৮’শ টাকা ধরা হয়েছে।

No comments

Powered by Blogger.