ঝিনাইদহে আন্ত শ্রেণী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিক ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি:
‘যুক্তি দিয়ে করব জয়, ছড়াব আলো বিশ্বময়’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্ত:শ্রেণী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সহযোগিতায় মঙ্গলবার বিকেলে শহরের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে এক্স-কাঞ্চননগরিয়ান এসোসিয়েশান।
‘মাদকই যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ’ এ বির্তকের বিষয়ে অংশ নেই ওই প্রতিষ্ঠানের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণীর ১২ জন শিক্ষার্থী। ৩ রাউন্ড শেষে চুড়ান্ড প্রতিযোগিতায় ৬ষ্ঠ ও ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে। এতে বিজয়ী হয় ৯ম শ্রেণী। পরে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার আয়োজন করা হয়।
এক্স-কাঞ্চননগরিয়ান এসোসিয়েশান এর সভাপতি শাহীনুর আলম লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শুভ কুমার বিশ্বাস। প্রতিযোগিতায় বিচারকের দ্বায়িত্ব পালন করেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি ফারজানা টুম্পা, সহ-সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন, এক্স-কাঞ্চননগরিয়ান এসোসিয়েশান এর সাহিত্য সম্পাদক আরেফিন অনু। মডারেটর ছিলেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম আরিফ। পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিপক্ষ দলের বক্তা ৯ম শ্রেণীর শিক্ষার্থী নাওশিন নাওয়ার অর্থী।

No comments

Powered by Blogger.