ঝিনাইদহের কালীগঞ্জে জেলা-পরিষদ মার্কেট উদ্বোধন


কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ-জীবননগর সড়কের সার গোডাউন সংলগ্ন জেলা-পরিষদ মার্কেট গত ২৪ মে বৃহস্পতিবার বিকালে সাড়ে ৩ টাই জেলা-পরিষদের সি,এ শেখ শফিউদ্দিন উদ্বোধন করেন ।
এ সময় উপস্থীত ছিলেন জেলা-পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন (সোহেল),জেলা-পরিষদের প্রোসেস সার্ভেয়ার মোঃ আকামত হোসেন (লিটন)ও মোবারক গঞ্জ চিনিকলের সাবেক সি আই সি মোঃ শরিফুল ইসলাম সহ এলাকার সূধি মন্ডলি ।


No comments

Powered by Blogger.