ঝিনাইদহে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার, চোরাই মোটর সাইকেল উদ্ধার
মানকি ঘোষ ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রাম থেকে আন্ত: জেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য আব্দুল্লাহ আল মামুন (২৩)কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার ভোররাতে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় একটি চুরি যাওয়া মোটর সাইকেল।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কোটচাঁদপুরের জালালপুরে চোরাই মোটর সাইকেলসহ চোরচক্র অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে এস আই মখলেচুর রহমান, মাসুদ রানা, এস আই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটর সাইকেলসহ আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে।
No comments