আগামী পাঁচ বছরের মধ্যে গ্রামকে পৌরসভার মত গড়ে তুলবো-এম পি আনার

মানিক ঘোষ স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ-৪ সংসদীল এলাকায় রাস্তা,বিদ্যুৎ,মসজিদ, মন্দির,কবরস্থান,শ্বশানে ১৯৭১ সালের পর নজির বিহীন যে পরিমান কাজ করেছে যা গ্রাম কে শহরে পরিনত করেছে।শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলাধীন কাষ্টভাঙ্গা ইউনিয়নে মোল্লাডাঙ্গা প্রায়মারী স্কুল হতে মান্দারবাড়ীয়া অভিমুখে ৫শত মিটার রাস্তা ১৬লক্ষ টাকা ব্যয়ে উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।ওই সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আক্তার হোসেন,কামাল হোসেন,আব্দুর রহমান,রাবেয়া বেগম,গ্রাম সভাপতি লুৎফার বিশ্বাস,মাহাতাব মাষ্টার।দুপুরে রায়গ্রাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা মোড় হতে দুলালমুন্দিয়া অভিমুখে ১কিলোমিটার রাস্তা ২৫ লক্ষ টাকা ব্যয়ে উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের গণ মানুষের নেতা আনোয়ারুল আজীম আনার।ওই সময় উপস্থিত ছিলেন ৭নং রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রমূখ। উদ্বোধন অনুষ্ঠানে এম পি আনোয়ারুল আজীম আনার বলেন ২০১৯সালে জাতীয় নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে ৫বছরের ভিতরে ঝিনাইদহ-৪ সংসদীয় গ্রাম গুলোকে শহরের মত সুয়োগ সুবিধা করে দেব।যা পৌর সভা আর গ্রাম কোন পার্থক্য থাকবে না।জনগনের পাশে আমি সব সময় আছি ও থাকব।

No comments

Powered by Blogger.