শৈলকুপার কুমার নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করায় বালি উত্তোলন মেশিন পুড়িয়ে ধ্বংস

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ জিন্না আলম কলেজের পাশ্ববর্তী কুমার নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করায় আগুন দিয়ে পুড়িয়ে ৪টি বালি উঠানো মেশিন ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এ অভিযান পরিচালিত হয়। সে সময় ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ জিন্না আলম কলেজের পাশ্ববর্তী কুমার নদী থেকে স্থানীয় কবির জোয়ার্দারের ছেলে মোস্তাফিজুর রহমান তুর্কি ও ময়নার ছেলে নজরুল ইসলাম অবৈধ ভাবে বালি উত্তোলন করে যাচ্ছে। এ ঘটনায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ওই স্থানে অভিযান চালানো হয়। সে সময় কাউকে না পেয়ে আগুন দিয়ে পুড়িয়ে ৪টি বালি উঠানো মেশিন ধ্বংস করা হয়েছে।

No comments

Powered by Blogger.