তদন্তে স্বাস্হ্য মন্ত্রণালয় ,বিরিয়ানি খেয়ে অসুস্থ ঘটনায়


চিত্র নিউজ ঝিনাইদহ: ঝিনাইদহ -৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী পারভিন তালুকদার মায়ার কর্মিসভার বিরিয়ানি খেয়ে কয়েক শ লোক অসুস্থ হওয়ার ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় কমিটি গঠন করেছে।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাহাব উদ্দিন বলেন, কমিটির ছয় সদস্য শুক্রবার সকালে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছেন।
মঙ্গলবার মায়ার মহেশপুরের এক কর্মিসভায় দেওয়া বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক লোক অসুস্থ হয়। তার পরদিন কোটচাঁদপুরে আরেক কর্মিসভায় দেওয়া বিরিয়ানি খেয়ে আরও দেড় শতাধিক লোক অসুস্থ হয়।
 স্বাস্থ্য কর্মকর্তা সাহাব উদ্দিন বলেন, “তদন্ত দলের সদস্যরা কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৫৪ জন রোগীর সঙ্গে কথা বলেছেন। হাসপাতালে ভর্তি হয়নি এমন আরও ৫০-৬০ জন অসুস্থ লোকের সঙ্গেও তারা কথা বলেছেন। “আর বিরিয়ানির নমুনা, রোগীদের প্রস্রাব ও পায়খানার নমুনা সংগ্রহ করেছেন। ঢাকায় নিয়ে এসব নমুনা পরীক্ষা করা হবে।”
মায়া সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর উপজেলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ।

No comments

Powered by Blogger.