ঝিনাইদহে কৃষাণীদের বাড়িতে উৎপাদিত পণ্যের হাট

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে কৃষাণীদের বাড়ির আঙ্গিনায় উৎপাদিত বিষমুক্ত পণ্যের হাট বসানো হয়। বৃহস্পতিবার সকালে শহেরর পায়রা চত্বরে এই হাটের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। ওয়েলফেয়ার এফোর্টস নামের একটি সংগঠনের আয়োজনে শতাধিক কৃষাণী বিষমুক্ত উপায়ে উৎপাদিত সবজিসহ নানা পণ্য নিয়ে এই হাটে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার এফোর্টস এর পরিচালক শরিফা খাতুন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষাণী লাভলী ইয়াসমিন প্রমুখ। হাটে উঠেছিল বিষমুক্ত শাক-সবজি, ডিম, কুমড়াবড়ি, পেঁপে, কলা, লাউ, টমেটো, সজনে, হলুদ গুড়াসহ বাড়িতে উৎপাদিত নানা পণ্য। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে বিকিকিনি।
মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রেহাই পেতে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই ধরনের হাট স্থায়ী করণের দাবি জানান ক্রেতারা।

No comments

Powered by Blogger.