আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে উঠা নির্ভর করছে আইসল্যান্ডের ওপর

ঢাকা, ২৬ জুন, চিত্রনিউজ : আজ রাতে বিশ্বকাপের ডি গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নাইজেরিয়া এবং ক্রোয়েশিয়া-আইসল্যান্ড। এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে ক্রোয়েশিয়া। আর বাকি ৩ দলেরই এখনো সুযোগ রয়েছে নক আউট পর্বে যাওয়ার। তবে এ নিয়ে রয়েছে নানা হিসাব-নিকাশ। আর্জেন্টিনার জন্য দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করতে হলে নাইজেরিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। শুধু জিতলেই তারা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে না। আর্জেন্টিনাকে তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের দিকে। নাইজেরিয়ার ভাগ্য তাদের হাতে রয়েছে। তারা জানে শুধু একটি পয়েন্ট হলেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে নাইজেরিয়া। ক্রোয়েশিয়া এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে। আইসল্যান্ডের বিপক্ষে শুধু ড্র করলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আর্জেন্টিনার বিপক্ষে জয়লাভ করলে নাইজেরিয়া দ্বিতীয় রাউন্ডে যাবে। আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়াকে পরাজিত না করে তাহলে আর্জেন্টিনার বিপক্ষে নাইজেরিয়ার ড্র করলেই চলবে। আর্জেন্টিনা এবং নাইজেরিয়া যদি ড্র করে, এবং আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়াকে ২-০ গোলে পরাজিত করে, তাহলে আইসল্যান্ড দ্বিতীয় রাউন্ডে পৌঁছবে। একদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় এবং একই সঙ্গে নাইজেরিয়ার চেয়ে একটি গোল বেশি থাকলেই আইসল্যান্ড দ্বিতীয় রাউন্ডে যাবে। আর্জেন্টিনার হিসাবটা একটু ভিন্ন। তারা যদি নাইজেরিয়াকে পরাজিত করে এবং অন্যদিকে আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়লাভ করতে না পারে, তা হলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে যাবে। আইসল্যান্ড ক্রোয়েশিয়াকে পরাজিত করলেও আর্জেন্টিনার জন্য দ্বিতীয় রাউন্ডে যাবার সম্ভাবনা থাকবে যদি তারা নাইজেরিয়াকে দুটির বেশি গোল দিয়ে পরাজিত করতে পারে। যদি আর্জেন্টিনা এবং আইসল্যান্ড উভয়ই জয়লাভ করে এবং তাদের গোল সংখ্যাও যদি একই রকম হয়, তা হলে উভয় দলের শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়গুলো সামনে আসবে। আর্জেন্টিনার তিনজন খেলোয়াড় এখনো পর্যন্ত হলুদ কার্ড পেয়েছে। অন্যদিকে আইসল্যান্ডের একজন খেলোয়াড় হলুদ কার্ড পেয়েছে। কোচ ইয়র্গে সাম্পোলি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, নাইজেরিয়ার সঙ্গে শক্ত লড়াই হবে। ক্রোয়েশিয়ার সঙ্গে পরাজয়ের পর এ সপ্তাহ তাদের জন্য বেশ কঠিন ছিল বলে তিনি উল্লেখ করেন। তবে নাইজেরিয়ার বিরুদ্ধে জয়ের আশা করছেন সাম্পাওলি।
সূত্র : বিবিসি

No comments

Powered by Blogger.