ঝিনাইদহ ব্রাকের দোয়া ও ইফতার মাহফিল


ঝিনাইদহ প্রতিনিধি:
রহমতের মাস রমজান। রমজানের পবিত্রতাকে সম্মান জানাতে ইফতার মাহফিলের আয়োজন করে ঝিনাইদহের ব্রাক অফিস। সোমবার ঝিনাইদহ ব্রাক অফিস এ ইফতার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, এনডিসি খায়রুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম নূর হোসেন নির্ঝর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক জি.এম আব্দুর রউফ, সদর উপজেলার কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবী) মফিজুর রহমান, ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক (এসএভিপি) রুহুল আমিন, ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি)দেবাশীষ ঘোষ, জেলা ব্রাক প্রতিনিধি শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম মওলানা আবু শাখের।

No comments

Powered by Blogger.