ঝিনাইদহের কুখ্যাত মাদক ব্যবসায়ী কোরবান গ্রেফতার

অবশেষে ঝিনাইদহের কুখ্যাত মাদক ব্যবসায়ী কোরবান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার বাজার গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোরবান আলী শহরের ব্যাপারী পাড়ার মৃত চতুর আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২২০ পিচ ইয়াবা।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, জেলা ব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে সদর উপজেলার বাজার গোপালপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২’শ ২০ পিচ ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামী কোরবানকে গ্রেফতার করা হয়। জেলায় মাদক বিরোধী অভিযান শুরু করার পর থেকে সে পলাতক ছিল। এ অভিযান অব্যাহত থাকবে বলেও
No comments