অদম্য শাহানাজ পারভীনের উচ্চ শিক্ষা নিয়ে সংশয়
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ অদম্য মেধাবী ছাত্রী শাহানাজ পারভীনের বাড়ী ঝিনাইদহের মহেশপুরের প্রত্যন্ত অঞ্চল আদমপুর গ্রামে। বাবা একজন দীন-মজুর, মা পরের বাড়ীতে কাজ করে জীবিকা নির্বাহ করে।
দিন-মজুর পরিবারের হতদরিদ্র সন্তান মহেশপুর উপজেলার সামছুলহুদা খান কলেজ থেকে এ বছর জিপিএ ৫ পেয়েছে। তার এই সাফল্যে এলাকা জুড়ে আনন্দের শেষ নেই। কলেজের শিক্ষক সহপাঠিরা ভীষণ খুশি। তবে আর্থিক অস্বচ্ছলতায় শাহানাজ পারভীনের উচ্চ শিক্ষা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে শাহানাজ পারভীন। ৪ সন্তানের মধ্যে সে সবার ছোট। সে একাই লেখাপড়া করে। তার পিতার একটি চোখ অন্ধ হলেও এক চোখ নিয়েই দিন-মজুরের কাজ করে। ৫ শতক ভিটে জমি ছাড়া তাদের আর কোন জমা-জমি নেই। যা আয় হয় তা দিয়ে কোন রকম সংসার চলে। শাহানাজ জানায়, সে একই ড্রেসে এক সপ্তাহ কলেজ করেছে। অভাবের কারণে প্রাইভেট পড়তে পারেনি। শিক্ষকরা তাকে সহযোগিতা করেছে। তার স্বপ্ন ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ইংরেজীতে লেখাপড়া করে বিসিএস পাশ করে প্রশাসনিক ক্যাডারে চাকুরী করে দেশ সেবা করা, কিন্তু আদৌ কি সে স্বপ্ন পূরন হবে ?। সে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছে।
দিন-মজুর পরিবারের হতদরিদ্র সন্তান মহেশপুর উপজেলার সামছুলহুদা খান কলেজ থেকে এ বছর জিপিএ ৫ পেয়েছে। তার এই সাফল্যে এলাকা জুড়ে আনন্দের শেষ নেই। কলেজের শিক্ষক সহপাঠিরা ভীষণ খুশি। তবে আর্থিক অস্বচ্ছলতায় শাহানাজ পারভীনের উচ্চ শিক্ষা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে শাহানাজ পারভীন। ৪ সন্তানের মধ্যে সে সবার ছোট। সে একাই লেখাপড়া করে। তার পিতার একটি চোখ অন্ধ হলেও এক চোখ নিয়েই দিন-মজুরের কাজ করে। ৫ শতক ভিটে জমি ছাড়া তাদের আর কোন জমা-জমি নেই। যা আয় হয় তা দিয়ে কোন রকম সংসার চলে। শাহানাজ জানায়, সে একই ড্রেসে এক সপ্তাহ কলেজ করেছে। অভাবের কারণে প্রাইভেট পড়তে পারেনি। শিক্ষকরা তাকে সহযোগিতা করেছে। তার স্বপ্ন ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ইংরেজীতে লেখাপড়া করে বিসিএস পাশ করে প্রশাসনিক ক্যাডারে চাকুরী করে দেশ সেবা করা, কিন্তু আদৌ কি সে স্বপ্ন পূরন হবে ?। সে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছে।
No comments