ঝিনাইদহে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদজে পেশাজীবি গাড়ি চালক ও হেলপারদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। পরিবহন সেক্টরে কমিউনিটি পুলিশিং ইউনিটের আয়োজনে বুধবার সকালে শ্রমিক ভবন মিলনায়তনে এ প্রশিক্ষণ প্রদাণ করা হয়।জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রেজানুর বেগম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক বিলাস সরকার, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার, জেলা শ্রমিক লীগের সভাপতি একরামুল হক লিকু, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি অলিয়ার রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ট্রাক, ট্রাক্টর,কাভার্ড ভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর। কর্মশালায় শতাধিক পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষনের পাশপাশি দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মিজানুর রহমান।

No comments

Powered by Blogger.