ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি:‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা কার্র্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা পরিবার পরিকল্পনা কার্র্যালয়ের সহকারী পরিচালক ডা: দীপক কুমার, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসের আলী। স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা: শহিদুর রহমান। এসময় বক্তারা, জনসংখ্যা নিয়ন্ত্রনে সচেতন বাড়ানোর সকলের প্রতি আহ্বান জানান।

No comments

Powered by Blogger.