চুরি হওয়া রিক্সা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলেন কালীগঞ্জ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি॥ ৩ জুলাই’২০১৮
একটি চুরি হওয়া রিক্সা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন কালীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে সংগঠনের কার্যালয়ে রিক্সার প্রকৃত মালিক ফরিদপুর জেলার গোয়াল চামট গ্রামের রোকনুজ্জামানের কাছে রিক্সাটি তারা ফেরত দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ কালাচান বিশ্বাস প্রমুখ।
উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক জানান, গত সোমবার তাদের সংগঠনের নেতৃবৃন্দ রাস্তার রিক্সা-ভ্যান চেক করছিল। সে সময় পৌর এলাকার গুলশান মোড়ে মাছুদ রানা নামের এক ব্যক্তি চোরাই রিক্সাটি নিয়ে যাচ্ছিল। রিক্সা ভ্যানের নেতৃবৃন্দ রিক্সার কাগজপত্র দেখতে চাইলে মাছুদ রিক্সা রেখে কাগজ আনার নাম করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে রিক্সার প্রকৃত মালিক ফরিদপুর জেলার রোকনুজ্জামান কালীগঞ্জে আসলে তার কাছে রিক্সাটি ফেরত দেয়া হয়।

No comments

Powered by Blogger.