ঝিনাইদহে দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি-‘যুক্তির শাণিত ধারে ছিন্ন হোক আঁধার’ এই শ্লোগানের আলোকে শিক্ষার্থীদের যুক্তিবাদী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহে বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী পৌর মডেল স্কুল এন্ড কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। এসময় কসাসের সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম, সহ-সভাপতি ফারজানা টুম্পা, সাধারণ সম্পাদক শুভ কুমার বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিতর্ক অনেক বড় একটি প্লাাটফর্ম। এ প্লাটফর্মে নিজেকে তুলে ধরার অনেক সুযোগ থাকে বলে দাবী করেন। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় পৌর মডেল স্কুল এন্ড কলেজের ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।

No comments

Powered by Blogger.