ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা: নিহত ২৫৯, আহত ৯৬০


চিত্রা নিউজ ডেস্ক:যাত্রীকল্যাণ সমিতির এক প্রতিবেদনে দেয়া তথ্য মতে, এবার ঈদুল আজহায় ১৩ দিনে ২৩৭ টি দুর্ঘটনায় ২৫৯ জন নিহত এবং ৯৬০ জন আহত হয়েছেন।আজ শুক্রবার (৩১ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন ২০১৮ প্রকাশ উপলক্ষে করা সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।গত রোজার ঈদেও সড়ক দুর্ঘটনায় হতাহত নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল সংগঠনটি। রোজার ঈদ ঘিরে সড়ক-মহাসড়কে দুইশ’ ৭৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। এতে তিনশ’৩৯ জন নিহত এবং ১ হাজার দুইশ’ ৬৫ জন আহত হন।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সেইফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট এলায়েন্সের আহ্বায়ক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, বিআরটিএ এর সাবেক চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান ও এফবিসিআই এর সাবেক পরিচালক আব্দুল হক।

No comments

Powered by Blogger.