বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ সোমবার সকালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে ঝিনাইদহ আরডিসি হলরুমে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সংগঠন আরডিসি’র নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাজান আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপার ভাইজার মনোরঞ্জন মজুমদার, সৃজর্নী বাংলাদেশের প্রতিনিধি শরিফুল ইসলাস, এইডের প্রতিনিধি আশিক হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আব্দুস সেলিম। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে ডাঃ নাসির উদ্দিন তার আলোচনা বলেন, মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই। জন্মের পরপরই শিশুকে বুকের শাল দুধ খাওয়াবেন। তিনি তার আলোচনায় আরো বলেন, শিশুদেরকে ৬মাস বুকের দুধ খাওয়ালে ঐ সময়ের ভিতর মায়ের গর্ভবর্তী হওয়ার সম্ভাবনা কম থাকে। মায়ের দুধ খাওয়ালে মা শিশুর মধ্যে গভীর ভালোবাসা তৈরী হয়। তিনি উপস্থিত মায়েদেরকে শিশুর প্রথম খাদ্য শাল দুধ, যার কোন তুলনা নেই। যার প্রচার-প্রচারনা জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে মাতৃতত্বকাল ভাতাভোগী ও কর্মজীবী ল্যাকটেটিং মাদার উপকারভোগী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সিএসএ ফর সান বাংলাদেশ ও ইকো-কোঅপারেশনের উদ্যোগে বাস্তবায়ন করা হয়।

No comments

Powered by Blogger.