ঝিনাইদহে কালীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা


স্টাফ রিপোর্টার:ঝিনাইদহ কালীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা চত্বর থেকে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে পতাকা উত্তলন,মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেরর সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা চত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার,বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান মতি,মোবারকগঞ্জ চিনি মিলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী সিকদার, কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স সাফয়াত হোসেন,কালীগঞ্জ ভূমি কর্মকর্তা যাদব সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা প্রভাত ব্যানার্জী,সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা প্রমূখ।

No comments

Powered by Blogger.