কালীগঞ্জে ভিজিএফ’র চাল বিক্রিকালে জনতার হাতে পাকড়াও। পুলিশে সোপর্দ্দ

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জে সন্দেহ ভাজন আত্সাৎকৃত হতদরিদ্রদের ৪৬ বন্তা ভিজিএফ’র চাল পাকড়াও করেছে জনতা। সোমবার বিকাল ৪টার দিকে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়ক থেকে এই চাল উদ্ধার করা হয়। বিকালে  এই চাল দু’টি ইঞ্জিন চালিত নসিমনে করে শহরের  বিক্রি করতে আনে। এসময় স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দুটি নসিমন থেকে চাল উদ্ধার সহ সাইদুর রহমান ও আনোয়ার নামে দু’জন নসিমন চালককে আটক করে। তবে জিজ্ঞাসাবাদ শেষে আটক চালকদের ছেড়ে দেওয়া হয়।সোমবার চাল উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান । উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌছে আটক করা চাল ওজন করেন। আটক চালের ওজন দেড় টনবলে জানান এই কর্মকর্তা।কালীগঞ্ছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান  জানান আটককৃত চাল ভিজিএফের কিনা পরীক্ষা নিরিক্ষা ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।



No comments

Powered by Blogger.