ঝিনাইদহে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্তদের স্মারক সম্মাননা প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি:জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্তদের “আমি ঠিক দেশ ঠিক” স্মারক সম্মাননা প্রদান উপলক্ষে সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ পৌরসভা ও কথন সাংস্কৃতিক সংসদ- কসাস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। তিনি বলেন, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্তরা সহ ঝিনাইদহে বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে যারা বিশেষ ভূমিকা রেখেছেন এমন কৃতি মানুষদেরকে “আমি ঠিক দেশ ঠিক” স্মারক সম্মাননা প্রদান করা হবে। এ সম্মাননা ৩৮ টি জেলার ৪৯ জন সহ মোট ৮৪ জনকে দেওয়া হবে।দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক এমপি। সম্মানিত আলোচক শহীদ বুদ্ধিজীবি কন্যা সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কায়সার, জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত থাকবেন।সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুমন শিকদার, কথন সাংস্কৃতিক সংসদ এর সভাপতি উম্মে সায়মা জয়া, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.