শৈলকুপায় ভ্রাম্যমান আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের শৈলকুপা দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজেস্ট্রিট উসমান গনি এ দন্ডাদেশ প্রদান করেন।দন্ডিতরা হলো-শৈলকুপা উপজেলার রায়জাদাপুর গ্রামের মৃত সদর বিশ্বাসের ছেলে আব্দুল ওহাব ও ভান্ডারীপাড়া গ্রামের মৃত নির্মল সরকারের ছেলে নিখিল সরকার।ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শন রাসেল আলী জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা অভিযান চালায়। সে সময় ২ কেজি গাজাসহ জেলা মাদকদ্রব্য কার্যালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আব্দুল ওহাব ও নিখিল সরকারকে আটক করে। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি মাদক ব্যবসায়ী আব্দুল ওহাবকে ১ বছর ৩ মাসের এবং নিখিল সরকার কে ১ বছর ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আববাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহীদুল ইসলাম, আজিজ খান, সাইদুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
No comments