কালীগঞ্জে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

এম,শাহজাহান আলী সাজু কালীগঞ্জ (ঝিনাইদহ) থেকে: ঝিনাইদহের কালীগঞ্জে আশা-ঝিনাইদহ (কালীগঞ্জ) জেলার ডিএম,আরএম এবং বিএমদের দিন ব্যাপি এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাইকা ও বাংলাদেশ ব্যাংক এর সহায়তা প্রাপ্ত এসএমএপি এর আওতায় টিএসএস প্লান বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা।মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় আলোচনা করেন আশা-ঢাকা এর ডিরেক্টর ও সিনিয়র পরামর্শক (কৃষি) এম এ সালাম, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা আসাদুদ্দৌলা, মোঃ ইসমাইল হোসেন ও খুরশিদ আলম। সমাপনী বক্তব্য রাখেন জেলা ম্যানেজার মোঃ রহমত উল্ল্যাহ। কর্মশালায় প্রকল্প বাস্তবায়নে পদ্ধতি ও কৌশল এবং সমস্যা ও সমাধানসহ জৈব সারের গুরুত্ব, খামারজাত সার উৎপাদন, সবুজ সার ও কুইক কম্পোষ্ট সার উৎপাদন, গরু মোটা তাজাকরন, দুগ্ধ গাভি পালন, পোণ্ট্রি ফার্ম, লেয়ার ও টার্কি পালনের কৌশল, বীজ উৎপাদন ও সংরক্ষন বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় আশা- ঝিনাইদহ এলাকার ৩৫জন ডিএম,আরএম এবং বিএম অংশগ্রহন করেন।



No comments

Powered by Blogger.