ঝিনাইদহে জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড রেজিস্ট্রিশন শুরু


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে ২০১৮ সালে জয় ইয়ুথ এ্যাওয়ার্ড এর রেজিস্ট্রিশন শুরু হয়েছে। কথন সাংস্কৃতিক সংগঠন (কসাস) এর আয়োজনে সোমবার সকালে সরকারি কেসি কলেজ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, কসাসের উপদেষ্টা মিজানুর রহমান, কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া, সহ-সভাপতি শফিক রেহমান জুয়েল, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্যসহ জয় ইয়ুথ এ্যাওয়ার্ড-২০১৮ এর ঝিনাইদহের ফিল্ড এক্টিভিশন টিম।
কসাসের সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য জানান, ২০১৫ ও ২০১৭ সালের ন্যায় এবারো দেশের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখে তরুন সংগঠক ও সংগঠনকে সম্মাননাস্বরূপ 'জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' দেবে 'ইয়াং বাংলা'। এ লক্ষ্যে সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জেলার সদর, শৈলকুপা, হরিণাকুন্ডু ও কালীগঞ্জের সংগঠনদের আবেদন গ্রহণ করা হয়। মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুর-কোটচাঁদপুর, বুধবার কুষ্টিয়া সদর, ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর ও বৃহস্পতিবার কুমারখালী এবং খোকসা উপজেলার তরুন সংগঠনের আবেদন গ্রহণ করা হবে।

No comments

Powered by Blogger.