ঝিনাইদহের হরিণাকুন্ডেু মৎস্য জীবিকে জবাই ও কুপিয়ে হত্যা



ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মান্দিয়া বাওরে তোয়াজ উদ্দিন (৫৭) নামের মৎস্য জীবিকে ব্যক্তিকে জাবাই ও কুপিয়ে হত্যা করেছে র্দুবৃত্তরা। সোমবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। সে হরিণাকুন্ডু উপজেলার ফলসি ইউনিয়নের কালাপাড়িয়া আবান প্রকল্পের বাসিন্দা ও দরাট মন্ডলের ছেলে। নিহত ব্যক্তি এক সময় চরমপন্থি দলের সদস্য ও একটি হত্যা মামলার আসামী ছিল বলে পুলিশ জানায়।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান মুন্সী জানান, রাতে মান্দিয়া হাওড়ে তোয়াজ উদ্দিন মন্ডল  মাছ ধরছিল। সে সময় কে বা কারা তাকে জাবাই ও কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। নিহতের ছোট স্ত্রী ও তার এক ছেলে রাতের খাবার নিয়ে যাওয়ার পরে খবর জানাজানি হয়।  তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। তিন বছর আগে নিজ গ্রামের  হক আলী নামের এক ব্যক্তিকে হত্যার পর লাশ যে স্থানে পুতে রাখা হয় সেই স্থানেই র্দুবৃত্তরা তাকে হত্যা করে। সেই ঘটনায় মামলার ২নয় আসামী ছিল । নিহত ব্যক্তি এক সময় চরমপন্থি দলের সদস্য ছিল। বর্তমানে সে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিল। তবে কারা হত্যাকান্ড ঘটিয়েছে তা উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

No comments

Powered by Blogger.