পত্রিকায় সংবাদ প্রকাশের পর শুরু হয়েছে কালীগঞ্জের শতবর্ষী রেন্ট্রি গাছের সেই ঝুকিপূর্ণ শুকনা ডাল কর্তন

কালীগঞ্জ প্রতিনিধি:পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে কালীগঞ্জের সেই শতবর্ষী রেন্ট্রি গাছের ঝুকিপূর্ণ বড় বড় শুকনা ডালগুলি কর্তন শুরু হয়েছে। সোমবার দুপুর থেকে ঝিনাইদহ জেলা পরিষদের তত্বাবধানে কালীগঞ্জ কোটচাদপুর সড়কের বড় রেন্ট্রি গাছের শুকনা ডালগুলি কাটা চলছে। উল্লেখ্য গত ৬ সেপ্টেম্বর শহরের নতুন বাজারের একটি গাছের শুকনো ডাল মাথায় পড়ে কালীগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল রউফের স্ত্রী ফাহমিদা খাতুন(৩৫) নিহত হয়েছিল। এবং গত বছরে আরো এক গৃহবধু নিহত সহ এ পর্ষন্ত আহত হয়েছেন অসংখ্য মানুষ। এ নিয়ে সেমাবার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে সংবাদ প্রকাশ প্রকাশের পর পরই টনক নড়ে প্রশাসনের। ঝিনাইদহ জেলা প্রশাসক, জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের তড়িৎ যৌথ সিদ্ধান্তে শুরু হয় ডাল কাটা। ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন সোহেলের উপস্থিতিতে ডাল কর্তন সময়ে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সচিব মোহাম্মদ রেজাই রাফিন, সিএ মেখ শফিউদ্দিন ও সহকারী প্রকৌশলী আতিয়ার রহমান। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা বলেন, গাছের শুকনো ডাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাধারন মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবেই জেলা প্রশাসনের নির্দ্দেশে তড়িৎ ভাবে ডাল কাটা শুরু করা হয়েছে। এবং পর্ষায়ক্রমে শহরের সকল ঝুঁকিপূর্ণ গাছ ও গাছের ডাল কাটা হবে।

No comments

Powered by Blogger.